২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কার্টুনিস্ট কিশোর হাসপাতালে ভর্তি

জামিনে মুক্তি পাওয়ার পর বড় ভাই লেখক আহসান কবিরের সাথে কিশোর - ছবি - সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ১০ মাস পর জামিনে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে হাসপাতালে যাওয়ার আগে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সাথে দেখা করেন কিশোর ও তার বড় ভাই লেখক আহসান কবির। এরপর সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান।

কিশোরের কানে, পায়ে ও চোখে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ভাই।

বুধবার হাইকোর্ট কিশোরকে ছয় মাসের জন্য জামিন দিলে তার মুক্তির পথ খোলে। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

আহসান কবির বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরকে। কিশোরের কানের সমস্যা, বাম পায়ের সমস্যা এবং চোখের সমস্যা দেখা দিয়েছে। এগুলো আগে ছিল না। তার ডায়েবেটিসও রয়েছে।’

চিকিৎসকের পরামর্শ নিয়েই কিশোরকে এখন চলতে হবে বলে মন্তব্য করেন আহসান।

তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগে আমরা আইনজীবীর সাথে কথা বলেছি। নানা রোগের জটিলতা কাটাতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালের ভর্তি রয়েছে।’

কিশোরের মুক্তির সময় তার কয়েকজন আত্মীয়-বন্ধু কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন। কারাফটক থেকে বেরিয়ে আসার পর বেলা সাড়ে ১২টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে কিশোরকে নিয়ে বেরিয়ে আসেন তারা। এ সময় কারাগারের বাইরে থাকা সাংবাদিকরা কিশোরের দেখা পাননি।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল