১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ই-নামজারি-মিসকেস মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে

ই-নামজারি-মিসকেস মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে - সংগৃহীত

শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। রোববার সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, এতে জনগণ আরো সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন, ভূমি অফিসে গিয়ে ভূমিসেবা গ্রহণের হার আরো কমবে।

এরআগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।

মন্ত্রণালয়ের মূল কাজ নীতি-নির্ধারণীমূলক জানিয়ে ভূমি সচিব বলেন, মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। সমন্বয় সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্তঃজেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালসহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement