২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

করোনা টিকা নিলেন বাংলাদেশী অভিনেত্রী, জানালেন অভিজ্ঞতা

নওশীন নাহরীন - ছবি : সংগৃহীত

করোনার টিকা নিয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক নওশীন নাহরীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের একটি হাসপাতালে গিয়ে মঙ্গলবার তিনি টিকা নেন। বুধবার সন্ধ্যায় নওশীন নিজেই নয়া দিগন্তকে খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে টিকা দেয়ার কথা জানিয়ে ছিলেন। তিনি বলেন, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

নওশীন জানান, তিনি নিউইয়র্কে রেডিওলজি নামের একটি চিকিৎসাসেবা প্রদান প্রতিষ্ঠানে বিপণন ও প্রশাসন বিভাগে কাজ করছেন। কুইন্সে থাকা নওশীন বললেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখানকার স্বাস্থ্য ইনস্যুরেন্সের আওতায় থাকা মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। একই সাথে দুর্ঘটনায় আক্রান্ত রোগীরাও এখানে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। মূলত এমআই, এক্স–রে, সিটি স্ক্যান করা হয়। আমাদের প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসাসেবা দিয়ে থাকে, তাই আমি প্রিভিলেজড। আমাকেও সম্মুখযোদ্ধা এবং হেলথ কেয়ার অ্যাকটিভিস্ট হিসেবে ধরা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সব চাকরিজীবী এই টিকার সুবিধা পাচ্ছেন। হেলথ কেয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করি বিধায়, আমিও প্রথমভাগে করোনার টিকা পেয়েছি।’

নওশীন বলেন, ‘আহামরি কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সাধারণত, ফ্লু শট দিলে যা হয়, একটু হালকা ব্যথা, জ্বর আসা—তেমনই। এর বাইরে আর কিছুই মনে হচ্ছে না। আমার মনে হয়, পর্যাপ্ত ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে।’

তিনি বললেন, ‘করোনা মহামারীর মধ্যে সময় আমরা সবাই কাজ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারের প্রথম সদস্য হিসেবে আমি করোনার টিকা নিলাম। এর বাইরে আমার মামা-মামি দুজনই যেহেতু চিকিৎসক, তাই তারাও করোনার টিকা পেয়েছেন। আস্তে আস্তে আমাদের পরিবারের অন্যরাও করোনার টিকা পাবেন।’


আরো সংবাদ



premium cement
আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে

সকল