২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

করোনা টিকা নিলেন বাংলাদেশী অভিনেত্রী, জানালেন অভিজ্ঞতা

নওশীন নাহরীন - ছবি : সংগৃহীত

করোনার টিকা নিয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক নওশীন নাহরীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের একটি হাসপাতালে গিয়ে মঙ্গলবার তিনি টিকা নেন। বুধবার সন্ধ্যায় নওশীন নিজেই নয়া দিগন্তকে খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে টিকা দেয়ার কথা জানিয়ে ছিলেন। তিনি বলেন, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

নওশীন জানান, তিনি নিউইয়র্কে রেডিওলজি নামের একটি চিকিৎসাসেবা প্রদান প্রতিষ্ঠানে বিপণন ও প্রশাসন বিভাগে কাজ করছেন। কুইন্সে থাকা নওশীন বললেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখানকার স্বাস্থ্য ইনস্যুরেন্সের আওতায় থাকা মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। একই সাথে দুর্ঘটনায় আক্রান্ত রোগীরাও এখানে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। মূলত এমআই, এক্স–রে, সিটি স্ক্যান করা হয়। আমাদের প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসাসেবা দিয়ে থাকে, তাই আমি প্রিভিলেজড। আমাকেও সম্মুখযোদ্ধা এবং হেলথ কেয়ার অ্যাকটিভিস্ট হিসেবে ধরা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সব চাকরিজীবী এই টিকার সুবিধা পাচ্ছেন। হেলথ কেয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করি বিধায়, আমিও প্রথমভাগে করোনার টিকা পেয়েছি।’

নওশীন বলেন, ‘আহামরি কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সাধারণত, ফ্লু শট দিলে যা হয়, একটু হালকা ব্যথা, জ্বর আসা—তেমনই। এর বাইরে আর কিছুই মনে হচ্ছে না। আমার মনে হয়, পর্যাপ্ত ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে।’

তিনি বললেন, ‘করোনা মহামারীর মধ্যে সময় আমরা সবাই কাজ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারের প্রথম সদস্য হিসেবে আমি করোনার টিকা নিলাম। এর বাইরে আমার মামা-মামি দুজনই যেহেতু চিকিৎসক, তাই তারাও করোনার টিকা পেয়েছেন। আস্তে আস্তে আমাদের পরিবারের অন্যরাও করোনার টিকা পাবেন।’


আরো সংবাদ



premium cement
বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি

সকল