২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০৩০ এশিয়ান গেমসের আয়োজক কাতার, ২০৩৪-এ সৌদি আরব

সৌদি আরবকে হারিয়ে ২০৩০ এশিয়ান গেমসের আয়োজন হলো কাতার - প্রতীকী ছবি

সৌদি আরবকে হারিয়ে ২০৩০ সালে এশিয়ান গেমসের আয়োজক হলো কাতার। অন্যদিকে সৌদি আরব আয়োজন করবে ২০৩৪ সালের এশিয়ান গেমস। আয়োজক হতে চাওয়া দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৌদি আরব ও কাতারের মধ্যে বুধবার ভোটাভুটি ও একটি চুক্তির মাধ্যমে এই সুরাহা হয়।

অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সাধারণ পরিষদের ভোটে ২০৩০ গেমস আয়োজনের জন্য কাতারের রাজধানী দোহা প্রতিপক্ষ সৌদি আরবের রিয়াদকে পরাজিত করেছে।

সৌদি আরব ও কাতারের মধ্যকার তিক্ত ও দীর্ঘকালীন রাজনৈতিক বিরোধের মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। কাতারের উপর ২০১৭ সাল থেকে বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকারী চারটি দেশের মধ্যে সৌদি আরব একটি। তবে সাম্প্রতিক সময়ে এই বিরোধ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে।

ওসিএ ২০৩০ সালের আয়োজক নির্ধারণে ভোটাভুটির জন্য একটি চুক্তিতে পৌঁছে, যাতে পরাজিত প্রার্থীকে ২০৩৪ সালের ইভেন্টের আয়োজক বানানোর সিদ্ধান্ত হয়।

ওসিএ সভাপতি কুয়েতের শেখ আহমদ আল-ফাহাদ আল-সাবাহ বলেন, ‘এর অর্থ কেউই জয়ী বা বিজয়ী নয়।’ তিনি সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের এবং চুক্তিটির মধ্যস্থতা করায় সম্মেলনের আয়োজক ওমানকে ধন্যবাদ জানান।

সূত্র : দোহা নিউজ


আরো সংবাদ



premium cement