২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টিকা নিয়ে ফাইজারের বক্তব্য

- ছবি : সংগৃহীত

ফাইজার এবং বায়োএনটেক সংস্থার যৌথ উদ্যোগে বানানো করোনার প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন এবং বাহরাইন। ব্রিটেনে আগামী সপ্তাহ থেকেই সাধারণের জন্য প্রতিষেধকের ব্যবস্থা হয়ে যাবে।

তবে এই টিকা নেওয়ার পর নিজে সুরক্ষিত হলেও তা কি অন্যের জন্য কতটা নিরাপদ তা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না ফাইজার। অর্থাৎ, টিকা নিয়েছেন এমন ব্যক্তি কোভিড-১৯ ভাইরাস ছড়াতে সক্ষম কি না, সে সম্পর্কে তাদের নিজদেরই স্পষ্ট ধারণা নেই।

এক মার্কিন সংবাদ সংস্থার টিভি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে ফাইজারের চেয়ারম্যান অ্যালবার্ট বোরলা।

অনুষ্ঠানটির সঞ্চালক বোরলাকে প্রশ্ন করেন, ‘টিকা নেওয়ার পরেও কি আমি অন্যের শরীরে এই জীবাণু ছড়াতে সক্ষম?’

উত্তরে বোরলা জানান, এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, ‘এই বিষয়টা পরীক্ষা করে দেখা দরকার। এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’ অর্থাৎ প্রতিষেধক যতদিন না সবাই পাচ্ছে ততদিন ভয় থেকেই যাচ্ছে।

এদিকে ব্রিটেন এবং বাহরাইনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ফাইজার। ১০ ডিসেম্বর দেশটির ফুড অ্যান্ড ড্রাগ সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেবে।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement