২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনার টিকায় আপত্তি ব্রাজিলের

করোনার টিকায় আপত্তি ব্রাজিলের - ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসের দাপটে ব্রাজিল ক্ষতবিক্ষত। সে দেশে ইতিমধ্যেই বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভ্যাকসিনের ট্রায়াল করছে। কিন্তু প্রেসিডেন্ট জইর বলসোনারোর গলায় অন্য সুর। বৃহস্পতিবার সন্ধ্যেয় তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গিয়েছে।

একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত লাইভ সম্প্রচারে প্রেসিডেন্টের বক্তব্য ব্রাজিলিয়ানদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সে দেশের কংগ্রেসের অনীহা রয়েছে। প্রসঙ্গত, বিশ্বের মধ্যে ব্রাজিল সেই দেশ যারা করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জুলাই থেকে সে দেশে বৃদ্ধি পেয়েছে ভাইরাসের প্রকোপ। কিন্তু প্রেসিডেন্ট বলসোনারোর এই মহামারীকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ।

এমনকী তিনি একথা সাফ বলেন, ‘আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি এই ভ্যাকসিন নিচ্ছি না। এটা বলার অধিকার আমার রয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পরার যে নিয়ম রয়েছে সেই মাস্কের কার্যকারীতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। প্রেসিডেন্টের মত মাস্ক পরে যে করোনা সংক্রমণ রোখা যায় এর কোন ও যথার্থ প্রমাণ নেই। প্রেসিডেন্ট বলসোনারো খুব জোর দিয়ে এবং স্পষ্টভাবে জানিয়ে দেন ব্রাজিলিয়ানদের দেহে তিনি এই আবিষ্কৃত ভ্যাকসিন প্রয়োগ করতে দেবেন না।

এমনকী অক্টোবর মাসে টুইটারে তিনি মজা করে বলেন যে ভ্যাকসিন কেবল মাত্র তার পোষ্য সারমেয়র প্রয়োজন রয়েছে।


আরো সংবাদ



premium cement