২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল প্রকাশ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল প্রকাশ - সৃংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে তার সম্মানে ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। প্রখ্যাত এই লেখক ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন।

বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনদের জন্মদিন, মৃতুদিবস ও বিশেষ দিবসে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানে লোগোতে পরিবর্তন আনে গুগল, এটাই ডুডল নামে পরিচিত।

গুগলের প্রকাশিত ডুডল থেকে দেখা যাচ্ছে, লোগোর মাঝখানে গায়ে শাল জড়ানো অবস্থায় খোলা বই হাতে দাঁড়িয়ে রয়েছেন শহীদ মুনীর চৌধুরী।চোখে মোটা কালো ফ্রেমের চশমা। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার ব্যাপারে বিস্তারিত তথ্য সামনে চলে আসে।

মুনীর চৌধুরী একাধারে একজন শিক্ষাবিদ, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। মানিকগঞ্জ জেলায় জন্ম হলেও তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলায়। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।

১৯৪১ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করার পর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আই.এস.সি পাস করেন মুনীর চৌধুরী।পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। পরবর্তীতে, ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন শিক্ষাবিদ মুনীর চৌধুরী।

খুলনার ব্রজলাল কলেজ (বি এল কলেজ)-এ শিক্ষকতার (১৯৪৭-৫০) মাধ্যমে কর্মজীবন শুরু করা মুনীর চৌধুরী পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তানি বাহিনী তালিকা করে ১৪ ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যার উৎসবে মেতে ওঠে, সে সময় মুনীর চৌধুরীকেও বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা ইউরোপ ও কিরগিজস্তানগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্রে অনিয়ম চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা এলএনজি ও সার আমদানিসহ ক্রয় কমিটিতে ৮ প্রস্তাব অনুমোদন মাহাথিরের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু বৌভাতের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ

সকল