২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রবাসী সাংবাদিক ও কলামিস্টদের ব্যাংক হিসাব তলবে বিএফইউজে’র প্রতিবাদ ও নিন্দা

- সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ও কলামিস্টদের ব্যাংক হিসাব বিররণী তলবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা। বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন বৃহস্পতিবার এক বিবৃতিতে সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে এবং দেশে কর্মরত সাংবাদিকদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়াতে এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গেছে, মামলা নিয়ে নির্বাসনে থাকা দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নিপীড়নের শিকার হয়ে দেশছাড়া প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, কলামিস্ট ড. তুহিন মালিক ও পিনাকি ভট্টাচার্যসহ বহুসংখ্যক সাংবাদিক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টের ব্যাংক হিসাব বিবরণী চেয়ে বিভিন্ন ব্যাংকে গত ২২ নভেম্বর চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সরকারি সংস্থা বিএফআইইউ’র কর্মকর্তাদের জানানো হয়েছে, সরকারি একটি সংস্থার চাহিদার অনুযায়ী তাদের হিসাব বিরবণী এমনকি ব্যক্তিগত তথ্য বিবরণী সম্বলিত কেওয়াইসি ফরমও চাওয়া হয়েছে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন নির্বাসিত জীবনে থাকা সাংবাদিক, কলামিস্টদের ব্যাংক লেনদেনের তথ্য বিবরণী কোনো সরকারি সংস্থা কেন চেয়েছে তা বিএফআইইউ কর্তৃপক্ষের স্পষ্ট করা উচিত। দেশে ভিন্নমতের সাংবাদিকদের দমন, নিপীড়নে সরকারি সংস্থাগুলোকে এভাবে ব্যবহার করা বেআইনী ও ন্যাক্কারজনক। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে নানা কায়দায় হয়রানি, নিপীড়ন, হামলা, মামলার পথ বেছে নিয়েছে। তার অংশ হিসেবে প্রবাসী সাংবাদিকদের হিসাব তলব করা হয়েছে বলে বিএফইউজে মনে করে। নেতারা অবিলম্বে দেশে ও প্রবাসে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সব রকম হয়রানি ও নিপীড়ন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

সকল