২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে মহামারীর কামড়!‌ ধনী হয়ে উঠল চীন ও ভারত :‌ রিপোর্ট

যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে মহামারীর কামড়!‌ ধনী হয়ে উঠল চীন ও ভারত :‌ রিপোর্ট - ছবি : সংগৃহীত

মহামারীর কামড়ে ১০ লাখের বেশি মৃত্যু বিশ্বজুড়ে। যার জেরে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কমলেও বেড়েছে পারিবারিক সম্পত্তির পরিমাণ। এমনকী চীন ও ভারতেও। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন মুলুক। ব্যক্তিগত সম্পত্তি প্রতি জনে ৫% কমবে চলতি অর্থ বর্ষে।

চীন ও ভারতে পারিবারিক সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৪.‌৪% এবং ১.‌৫%। মুদ্রার দাম কমে অর্থনীতি থমকে যাওয়ার কারণে দক্ষিণ আমেরিকায় পারিবারিক সম্পত্তির পরিমাণ ১৩% কমেছে মহামারীর সঙ্কটে, জানাচ্ছে ক্রেডিট সুইসে গ্রুপ এজি–র বিশ্ব সম্পদ রিপোর্ট, ২০২০।

অর্থনীতিবিদ অ্যান্থনি শরকস বলছেন, ‘‌কোভিডের জেরে বিশ্ব অর্থনীতি থমকে গেলেও পারিবারিক সম্পত্তিতে কামড় বসাতে পারেনি মহামারী।’‌

সঙ্কটের শুরুতে বিশ্বজুড়ে প্রতি ব্যক্তির সম্পদের মূল্য ৭৭ হাজার ৩০৯ মার্কিন ডলার থেকে কমে ৭৬ হাজার ৯৮৪ মার্কিন ডলারে ঠেকেছিল। সবচেয়ে বেশি কমেছিল ব্রিটেন এবং নরওয়েতে। লাভবান হয়েছিল সুইৎজারল্যান্ড, তাইপেই, হংকং এবং নেদারল্যান্ড।


আরো সংবাদ



premium cement