১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মুক্তির আগেই বিতর্কে মোদির বায়োপিক

মুক্তির আগেই বিতর্কে মোদির বায়োপিক - সংগৃহীত

প্রথম দফার নির্বাচনের ঠিক আগে মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। আগামী ৫ এপ্রিল ছবির মুক্তির আগেই অবশ্য জোড়া অভিযোগে বিদ্ধ ‘পিএম নরেন্দ্র মোদি- স্টোরি অফ এ বিলিয়ন পিপল’।

ছবির ট্রেলার মুক্তির পর পরই জাভেদ আখতার অভিযোগ করেছিলেন, তিনি কোনও গান না লেখা সত্ত্বেও ছবিতে গীতিকার হিসেবে তার নাম দেখানো হয়েছে। এবারে একই অভিযোগ করলেন বলিউডের আর এক বিখ্যাত গীতিকার সমীর। তারও অভিযোগ, মোদির বায়োপিকের জন্য তিনি কোনওরকম অবদান না রাখলেও গীতিকার হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে। এমন কী, তার লেখা পুরনো কোনও গান ছবিতে ব্যবহারও হয়নি বলেই দাবি সমীরের।

মুম্বইয়ের একটি পত্রিকাকে সমীর জানিয়েছেন, ‘জাভেদ আখতারের টুইট দেখার পরে আমি তাঁকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করি। ছবির পরিচালক বা প্রোডাকশন হাউজের থেকেও এই ছবিতে কাজ করার জন্য আমার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। আমি বুঝতে পারছি না, ছবিতে কেন আমার নাম ব্যবহার করা হচ্ছে।’

এমন কী যে সংস্থার হাতে ছবি মিউজিক রাইটস রয়েছে, সেই টি-সিরিজের সঙ্গেও যোগাযোগ করেন সমীর। কিন্তু তারাও বিষয়টি নিয়ে অবগত নয়। সমীরের দাবি, তার পুরনো কোনও গান ছবিতে ব্যবহার করলে তা ওই সংস্থা জানত।

এর আগে জাভেদ আখতার টুইট করে জানিয়েছিলেন, ‘ছবির পোস্টারে আমার নাম দেখে চমকে উঠলাম। এই ছবির জন্য আমি কোনও গানই লিখিনি।’ এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্র অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবির পরিচালনা করেছেন উমং কুমার। সূত্র : এবেলা


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল