১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মুক্তির আগেই বিতর্কে মোদির বায়োপিক

মুক্তির আগেই বিতর্কে মোদির বায়োপিক - সংগৃহীত

প্রথম দফার নির্বাচনের ঠিক আগে মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। আগামী ৫ এপ্রিল ছবির মুক্তির আগেই অবশ্য জোড়া অভিযোগে বিদ্ধ ‘পিএম নরেন্দ্র মোদি- স্টোরি অফ এ বিলিয়ন পিপল’।

ছবির ট্রেলার মুক্তির পর পরই জাভেদ আখতার অভিযোগ করেছিলেন, তিনি কোনও গান না লেখা সত্ত্বেও ছবিতে গীতিকার হিসেবে তার নাম দেখানো হয়েছে। এবারে একই অভিযোগ করলেন বলিউডের আর এক বিখ্যাত গীতিকার সমীর। তারও অভিযোগ, মোদির বায়োপিকের জন্য তিনি কোনওরকম অবদান না রাখলেও গীতিকার হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে। এমন কী, তার লেখা পুরনো কোনও গান ছবিতে ব্যবহারও হয়নি বলেই দাবি সমীরের।

মুম্বইয়ের একটি পত্রিকাকে সমীর জানিয়েছেন, ‘জাভেদ আখতারের টুইট দেখার পরে আমি তাঁকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করি। ছবির পরিচালক বা প্রোডাকশন হাউজের থেকেও এই ছবিতে কাজ করার জন্য আমার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। আমি বুঝতে পারছি না, ছবিতে কেন আমার নাম ব্যবহার করা হচ্ছে।’

এমন কী যে সংস্থার হাতে ছবি মিউজিক রাইটস রয়েছে, সেই টি-সিরিজের সঙ্গেও যোগাযোগ করেন সমীর। কিন্তু তারাও বিষয়টি নিয়ে অবগত নয়। সমীরের দাবি, তার পুরনো কোনও গান ছবিতে ব্যবহার করলে তা ওই সংস্থা জানত।

এর আগে জাভেদ আখতার টুইট করে জানিয়েছিলেন, ‘ছবির পোস্টারে আমার নাম দেখে চমকে উঠলাম। এই ছবির জন্য আমি কোনও গানই লিখিনি।’ এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্র অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবির পরিচালনা করেছেন উমং কুমার। সূত্র : এবেলা


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল