২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জিয়া রাজীবদের উপরে সুব্রত

-

জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারত্ন সুশান্ত। রানার্সআপ হন এমএল নারায়াণ। তৃতীয় হন ইরানের আমিন তাবাতাবাই।

নয় রাউন্ড শেষে তিনজনের পয়েন্ট সমান ৭ হলেও টাইব্রেকারে শিরোপা গেছে মেঘারত্নের দখলে। এদিকে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীবকে টপকে ১২তম হয়েছেন সুব্রত বিশ্বাস। তার পয়েন্ট ৬। ১৪তম হয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ার শাকিলের অবস্থান ১৫তম। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ১৭তম, রিফাত বিন সাত্তার ২১তম ও জিয়াউর রহমান ২২তম হন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর ২৩ এবং ফাহাদ রহমানের স্থান ২৪তম।

কাল সুব্রত ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্নকে হারান। আর ড্র করে জিয়ার সাথে। শাকিলও জয় পান বিষ্ণুর বিপক্ষে। শাকিল রুশ গ্র্যান্ডমাস্টার ভলকভ সার্গেইয়ের সাথে ড্র করেন। জাভেদ জয় পান জিয়ার বিপক্ষে। স্থানীয়দের মধ্যে সেরা তিনে থাকা সুব্রত, জাভেদ ও শাকিল পাচ্ছেন অর্থ পুরস্কার।


আরো সংবাদ



premium cement