২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পেঁয়াজ রফতানি আয়ে শীর্ষে রয়েছে যেসব দেশ

- সংগৃহীত

কোন কোন দেশ পেঁয়াজ রফতানি করে সব থেকে বেশি আয় করে সেই তালিকা করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম৷ ২০১৯ সালে পেঁয়াজ রফতানি করে শীর্ষ আয় করা দেশের তালিকায় প্রথম স্থানে আছে নেদারল্যান্ডস৷ এরপরে পর্যায়ক্রমে রয়েছে চীন, ভারত, মেক্সিকো, স্পেন, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, পেরু, তুরস্ক, জার্মানি, ইতালি, কানাডা ও পাকিস্তান।

নেদারল্যান্ডস পেঁয়াজ রফতানি করে গত বছর ৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের সাড়ে ২০ শতাংশ রফতানি করেছে নেদারল্যান্ডস৷

চীন পেঁয়াজ রফতানি করে ২০১৯ সালে ৬০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের ১৫ শতাংশ রফতানি করে চীন৷

বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত। গতবছর পেঁয়াজ রফতানি করে ৩৬ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশটি৷ গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের নয় দশমিক এক শতাংশ রফতানি করে দেশটি৷

বিশ্বে রফতানি হওয়া মোট পেঁয়াজের আট দশমিক নয় শতাংশ রফতানি করে মেক্সিকো৷ এই দেশটি গতবার পেঁয়াজ রফতানি করে ৩৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছে৷

পেঁয়াজ রফতানি করে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে ২৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ গতবার যত পেঁয়াজ রফতানি হয়েছে তারমধ্যে সাত দশমিক দুই শতাংশ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে৷

মিশর পেঁয়াজ রফতানি করে গতবার ২৭ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে৷

স্পেন পেঁয়াজ রফতানি করে গত বছর ২১ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ পেঁয়াজ রফতানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান সপ্তম৷

নিউজিল্যান্ড পেঁয়াজ রফতানি করে গতবার ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় করেছে৷

পোল্যান্ড পেঁয়াজ রফতানি করে গতবছর ১০ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রফতানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম৷

ফ্রান্স পেঁয়াজ রফতানি করে ২০১৯ সালে নয় কোটি ৬১ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের দুই দশমিক চার শতাংশ রফতানি করে দেশটি৷ তাদের অবস্থান দশম৷

পেরু পেঁয়াজ রফতানি করে গতবার আট কোটি ৫৬ লাখ মার্কিন ডলার আয় করেছে৷

তুরস্ক ২০১৯ সালে পাঁচ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে পেঁয়াজ রফতানি করে৷ তাদের অবস্থান ১২তম৷

জার্মানি পেঁয়াজ রফতানি করে গতবার চার কোটি ৫১ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের এক দশমিক এক শতাংশ রফতানি করে দেশটি৷

ইউরোপের দেশ ইতালি ২০১৯ সালে চার কোটি ৩০ লাখ ডলার রফতানি করেছে৷

কানাডা পেঁয়াজ রফতানি করে গতবার চার কোটি ১৯ লাখ মার্কিন ডলার আয় করেছে।

পাকিস্তান মোট রফতানি আয়ে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকলেও শুধু পেঁয়াজ রফতানি করে পাকিস্তান গতবার প্রায় তিন কোটি ১৫ লাখ মার্কিন ডলার আয় করেছে৷ পেঁয়াজ রফতানিতে ২০১৯ সালে তাদের অবস্থান ছিল ১৯তম। সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
টানা ৫৮ ঘণ্টা দাবার রেকর্ড চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকে স্বাস্থ্যসেবা বন্ধ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে : বিলস বিএনপিপন্থী ৭ আইনজীবী নেতার আদালত অবমাননার বিষয়ে আদেশ আজ বিইউএফটিতে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি ইন্টিগ্রেশন কনফারেন্স অনুষ্ঠিত এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কাপ্তাই সড়কে অবরোধ দায় এড়াতে চাইছেন সাবেক চেয়ারম্যান : ডিবি, বিনাদোষে স্ত্রী জেল খাটছেন : সাবেক চেয়ারম্যান যশোর-খুলনা মহাসড়ক আগুন জ্বালিয়ে অবরোধ সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরেও বিচার ত্বরান্বিত হয়নি

সকল