১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ডিএসসিসিতে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে : মেয়র তাপস

- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন  মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার কদমতলী থানার শ্যামপুর ট্রাকস্ট্যান্ড, লাল মসজিদ, কলেজ রোড ও এলাকার রাস্তাঘাট পরিদর্শনের পর মেয়র এ কথা বলেন।

তাপস বলেন, ‘আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি, একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করছি। উন্নয়নকে আমরা কিছু জায়গায় পুঞ্জীভূত না করে পুরো ডিএসসিসি এলাকায় ছড়িয়ে দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঢাকাবাসীকে পর্যাপ্ত নাগরিক সুবিধা প্রদান করা।’

এর আগে মেয়র সিটি করপোরেশনের মালিকানাধীন জুরাইন একতা মার্কেট পরিদর্শন করেন এবং রাস্তার সম্প্রসারণ কাজের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে মার্কেট নির্মাণের পর তাদের দোকান বরাদ্দের আশ্বাস দেন।

স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, মহাব্যবস্থাপক (ট্রান্সপোর্ট) বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ৫৪ ও ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং সিটি করপোরেশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইউএনবি


আরো সংবাদ



premium cement