২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম

ফান গখের ‘ট্রি রুটস’ - সংগৃহীত

করোনার কারণে বিশ্বের অনেক আর্ট মিউজিয়াম বন্ধ রাখতে হয়েছে৷ এরমধ্যে কিছু মিউজিয়াম সীমিত আকারে খুলেছে৷ আর কিছু মিউজিয়াম কোনোদিন খুলবে কিনা সন্দেহ৷ এমন পরিস্থিতিতে বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম খুলছে৷

ইমপ্রেশনিস্ট ও পোস্ট ইমপ্রেশনিস্টদের আঁকা ছবির সবচেয়ে বড় সংগ্রহশালা ফ্রান্সের ‘মুজি ডরসে’ মিউজিয়াম৷ সেখানে ফান গখ, ক্লদ মনে, এডুয়ার মানে, এডগার ডেগা, পল গোগার মতো শিল্পীদের ছবি রয়েছে৷ ভার্চুয়াল আর্ট মিউজিয়ামে মুজি ডরসের কিছু ছবি যেমন শোভা পাবে, তেমনি প্রদর্শিত হবে নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’সহ নামকরা আরো কয়েকটি মিউজিয়ামের ছবি৷ থাকবে ডিজিটাল ছবিও৷

এই মিউজিয়ামে ঢুকতে কোনো মূল্য দিতে হবে না৷ দর্শকদের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দিতে সিজিআই (কম্পিউটার-জেনারেটেড ইমেজারি) ডিজাইনার, স্থপতি ও গেমিং এক্সপার্টদের পরামর্শ নিয়ে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে৷

ভার্চুয়াল মিউজিয়ামটিতে একটি ডিজিটাল ভবনের আবহ তৈরি করা হবে৷ ফলে দর্শকরা আসল গ্যালারির মতোই বিভিন্ন তলায় গিয়ে ছবি দেখতে পাবেন৷ মিউজিয়ামের পরিকল্পক স্টুয়ার্ট সেম্পেল বলছেন, লকডাউনের সময় অনলাইনে বিভিন্ন মিউজিয়াম ঘুরতে গিয়ে দর্শকদের কাছে বিষয়টি ‘অনেকগুলো ছবি একসাথে গাঁথা’র মতো মনে হয়েছে৷ সেই সমস্যা থেকে মুক্তি দিতে ডিজিটাল ভবনে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি৷

বিনামূল্যে মিউজিয়ামে প্রবেশের সুযোগ থাকায় সব ধরনের দর্শক সেখানে যেতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা৷ তারা বলছেন, দর্শকরা ইদানিং দাস প্রথা ও ঔপনিবেশিকতার সাথে অনেক বিখ্যাত শিল্পকর্মের সংযোগ খুঁজে পাচ্ছেন৷ মিউজিয়ামের কিউরেটর লি কাভালিয়েরে বলেন, ‘আর্ট ওয়ার্ল্ডটা শ্বেতাঙ্গ দর্শকদের দিকে অনেকখানি ঝুঁকে রয়েছে৷ এটা শুধু নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস আর হংকং৷ এটা (ভার্চুয়াল মিউজিয়াম) সেই প্রথা ভাঙার একটা সুযোগ,’ বলে জানান তিনি৷সূত্র: ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল