২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনায় বাংলাদেশকে এডিবির আরো ৩ মিলিয়ন ডলার সহায়তা

- সংগৃহীত

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জরুরিভাবে প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহের জন্য বাংলাদেশকে অতিরিক্ত তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবি-কর্তৃক পরিচালিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের করোনা বিপর্যয় মোকাবিলা তহবিলে জাপান সরকার এ অনুদানের অর্থ সহায়তা দিচ্ছে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এ সহায়তা সরকারের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবা সরবরাহ করার জন্য জরুরি আর্থিক, সরঞ্জাম এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে।’

তিনি বলেন,  অনুদানটি কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অর্থ সরবরাহ করবে।

‘বাংলাদেশকে কোভিড-১৯ মহামারির স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব হ্রাস করতে এবং দেশের মহামারি-পরবর্তী আর্থ-সামাজিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন মনমোহন প্রকাশ।

এডিবির এ নতুন সহায়তার ফলে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাদের ঋণ এবং অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০৩ মিলিয়ন ডলার।

এর আগে, গত ৭ মে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কমানোর প্রচেষ্টা জোরদার করতে এডিবি ৫০০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি অনুমোদন করে।

এছাড়াও ৩০ এপ্রিল করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি স্বাস্থ্যসেবা খাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা অনুমোদন করে এডিবি। ইউএনবি


আরো সংবাদ



premium cement
দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায়

সকল