২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অল্প কয়েক মাস থাকে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা

অল্প কয়েক মাস থাকে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা - সংগৃহিত

একবার করোনাভাইরাসে আক্রান্ত হলে শরীরে এই রোগ প্রতিরোধের যে ক্ষমতা তৈরি হয়, সেটি খুব বেশিদিন টিকে থাকে না বলে দাবি করা হচ্ছে এক নতুন গবেষণায়।

লন্ডনের কিংস কলেজ এই গবেষণাটি চালিয়ে দেখেছিল কিভাবে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই এন্টিবডি তৈরির মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে এবং রোগমুক্ত হওয়ার পর এই প্রতিরোধ ক্ষমতা কতদিন টিকে থাকে।

যে ৯৬ জনের ওপর গবেষণা চালানো হয় তাদের প্রায় সবার শরীরেই শনাক্ত করার মতো এন্টিবডি পাওয়া গেছে যা করোনাভাইরাসকে ঠেকাতে পারে। কিন্তু গবেষণায় দেখা গেছে তিন মাস পর থেকে শরীরে এই এন্টিবডি কমতে থাকে।

কিন্তু এভাবে এন্টিবডি কমে যাওয়ার কারণে আবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কিনা, সেটা এখনো পরিস্কার নয়। অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও বিজ্ঞানীরা এরকম স্বলমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা দেখেছেন।

যেভাবে আপনার হৃদযন্ত্রে প্রভাব ফেলে
কোভিড-১৯ এর নানারকম সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটি নাকি মস্তিস্কের ওপরও প্রভাব ফেলে। কিন্তু এখন গবেষকরা বলছেন, কোভিড-১৯ হয়তো হৃদযন্ত্রের ওপরও প্রভাব ফেলে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় বলা হচ্ছে, প্রায় অর্ধেক কোভিড-১৯ রোগীর হৃদযন্ত্রে তারা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন। এদের মধ্যে ১৫ শতাংশের মধ্যে গুরুতর কার্ডিয়াক সমস্যা দেখা গেছে।

মোট ৬৯টি দেশের ১,২০০ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছিল। তবে কেবলমাত্র সবচেয়ে গুরুতর কোভিড-১৯ রোগীদেরকেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ ৭২ হাজার ৪৩৪ জনে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬৮ হাজার ২৯৬ জনে। এ সময়ের মধ্যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭০ লাখেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল