১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী ইন্তেকাল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি শোক

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী ইন্তেকাল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি শোক - প্রতীকী

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার এবং ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফারুক কাজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান তার মেয়ে আরশি কাজী ।

কর্মজীবনে এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন। তিনি স্ত্রী, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা কাঁটাবন মসজিদে জানাজার পর বেলা ৩টায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল এক শোকবার্তায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু গভীর শোক জানিয়েছেন।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার শোক: খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি রাহুল রাহা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, দেশের সাংবাদিকতায় ফারুক কাজীর অবদান অপরিসীম।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল