২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাভাইরাস : বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ছাড়াল

-

করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৫২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

আক্রান্তের সংখ্যায় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মহামারি এই ভাইরাসে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৪৬ জনের।

ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক লাখ ৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৪০৫ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনও পর্যন্ত ২৯ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ১২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর ইতালিতে ৩৩ হাজার ৪৭৫ জন, ফ্রান্সে ২৮ হাজার ৮৩৬ জন, এবং স্পেনে ২৭ হাজার ১২৭ জন মারা গেছেন।

চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে মহামারিটি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়। এছাড়া ইউরোপ লকডাউন উত্তোলনের প্রক্রিয়াধীন রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরো সংবাদ



premium cement
সাকিবে উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন

সকল