২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টিভিতে প্রচারিত ক্লাস দেখতে পারছে না শিক্ষার্থীরা

- সংগৃহীত

সংসদ টিভিতে প্রচারিত ক্লাস দেখতে পারছে না অনেক এলাকার শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে মাধ্যমিক স্তরে টেলিভিশনে পাঠদানে সম্প্রচার ক্রটিপূর্ণ হওয়ায় তা সমাধানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধান করতে বলা হয়েছে। তা না হলে যেসব এলাকায় সম্প্রচার দেখতে সমস্যা হচ্ছে সেসব এলাকার নাম উল্লেখ করে প্রতিবেদন আকারে মাউশিতে অভিযোগ পাঠাতে বলা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী জানিয়েছেন, মাউশির আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সবার প্রতি আমরা নির্দেশনা দিয়েছি। কোন কোন এলাকায় ক্লাস দেখতে সমস্যা হচ্ছে সেগুলোর তালিকা করতে বলা হয়েছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠাদন কর্মসূচি চলমান রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে।

এদিকে মাউশি সূত্র জানায়, ইতোমধ্যে দেশের কোনো কোনো স্থানে সংসদ টেলিভিশনে পরিষ্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বলা হয়েছে, এমন পরিস্থিতিতে মাউশির অধীন কর্মকর্তারা স্থানীয় কেবল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। যেহেতু সংসদ টেলিভিশনে প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদানও প্রচারিত হবে। তাই প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেও এসব সমস্যা সমাধান করা যেতে পারে। যদি কোনোভাবেই এসব সমস্যা সমাধান করা সম্ভব না হয় তবে তার কারণ ও সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মাউশিতে পাঠাতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল