২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

- সংগৃহীত

 মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্য পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

তবে ঘোষণা অনুযায়ী, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের জরুরি রপ্তানি কার্যাদেশ রয়েছে এবং যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক ইত্যাদি তৈরি করছে সেগুলো প্রয়োজনে খোলা রাখতে পারবে। এ ক্ষেত্রে নিজেদের সমিতি (বিজিএমইএ বা বিকেএমইএ), কল কারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এছাড়া, শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করার জন্য যৌথ ঘোষণায় অনুরোধ করা হয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement