২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

- সংগৃহীত

প্রাপ্ত নতুন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার বিকালে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৫ জনে।

এছাড়া আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন। এদের মধ্যে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৯১৮ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৯৬ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩৯২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ৫ হাজার ৬৪৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। সেখানে মারা গেছেন প্রায় ১৪ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement