২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চীন থেকে এলো আরো ৩ লাখ মাস্ক

চীন থেকে এলো আরো ৩ লাখ মাস্ক - সংগৃহীত

চীনের জ্যাক মা এবং আলিবাবা ফাউন্ডেশনের ৩ লাখ মাস্ক বাংলাদেশে এসেছে। রোববার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা দূতাবাসের ডেপুটি চিফ মিশন ইয়ান হুয়ালং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে মাস্কগুলো তুলে দিয়েছেন।

এর আগে আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা আশ্বাস দিয়েছিলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের মোকাবেলার জন্য বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এশীয় দেশে মাস্ক, টেস্ট কিট, প্রতিরক্ষামূলক স্যুট, প্লাস ভেন্টিলেটর এবং থার্মোমিটার সমূহের জরুরী সরবরাহ করবে। এর আগে শনিবার ওই প্রতিষ্ঠান ৩০ হাজার টেস্ট কিট দেয় বাংলাদেশকে।

এদিকে বাংলাদেশে ওভার্সিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন আজ রাজধানীতে বাংলাদেশ পুলিশকে ৫ হাজার টেস্ট কিট, ১ লাখ মাস্ক, ৫ হাজার প্রতিরক্ষামূলক পোশাক, ১০০ কেজি জীবাণুনাশক এবং ৫০ কেজি হ্যান্ড স্যানিটাইজার অনুদান হিসেবে দিয়েছে।

বৃহস্পতিবার চীন সরকারের অনুদান হিসেবে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ দ্বিতীয় মেডিক্যাল লজিস্টিকস বাংলাদেশ এসেছিল। সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement