১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৬৩

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৬৩ - সংগৃহীত

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে শত শত। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, দীর্ঘ হচ্ছে লাশের সারি। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৫০। আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজার ৯৬৩ জন।

সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্রে ১৭৭ জনের নতুন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৭৩ জনের। করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩৭৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যেটা সর্বাধিক।

মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৪ জনের। আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৫০ জন।

করোভাইরাসের উৎপত্তিস্থল চীন হলেও সেদেশে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়। চীনে নতুন করে মাত্র ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৯৪ জন। চীনে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৫ জনের।

স্পেনে যেন ইতালির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এ দেশে নতুন করে ৬৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল ৬ হাজার ৫২৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ২৪৮ জন।

ইউরোপের দেশগুলো এখন করোনার মূল ঘাটিতে পরিণত হয়েছে। যুক্তরাজ্যে নতুন মৃত্যু হয়েছে ২৬০ জনের। এ নিয়ে মোট মৃত্যু হল ১ হাজার ১৯ জনের। এ দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯ জন।

এছাড়া, ইরানে ২ হাজার ৫১৭, জার্মানিতে ৩৯৯, ফ্রান্সে ১ হাজার ৯৯৫, নেদারল্যান্ডে ৬৩৯, বেলজিয়ামে ৩৫৩, সুইডেনে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement