২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বন্ধের আহ্বান জামায়াতের

করোনা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বন্ধের আহ্বান জামায়াতের - সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, সারা বিশ্বের আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদগণ একমত পোষণ করেছেন যে, বর্তমান বিশ্বের চলমান যে মহামারি তা মানুষের কারণেই। পবিত্র কুরআনে আল্লাহ পাকের ঘোষণা, ‘তোমাদের ওপর যে বিপদ-আপদ আসে তা তোমাদেরই হাতের কামাই। আর অনেক অপরাধ তো তিনি ক্ষমাই করে দেন’। (সূরা আশ-শুরা: ৩০)

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের অব্যাহত বিস্তৃতিতে দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন। মানুষ তার কৃতকর্মের জন্য অনুশোচনায় কাতর হয়ে আল্লাহর নিকট ধরণা দিচ্ছে। এমতাবস্থায় করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আল্লাহর সাহায্য প্রার্থী হওয়া উচিত।
রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত সরকার দেশ ও জাতিকে নিরাপদ রাখার জন্য এখনো কার্যকর ও সন্তোষজনক কোনো পদক্ষেপ নিতে পারেনি।

জামায়াতর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের নাগরিকদের অনিরাপদ অবস্থায় রেখে সরকারের কতিপয় মন্ত্রী-এমপিগণ যে ধরনের বেফাঁস কথা-বার্তা বলছেন, তা নিতান্তই বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। একজন মন্ত্রী বলেছেন, ‘করোনা ভাইরাসের চেয়ে আমরা শক্তিশালী।’ আরেক মন্ত্রী বলেছেন, ‘শেখ হাসিনা থাকতে করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবে না।’ এক মন্ত্রী বলেছেন, ‘আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’ আরেক জন মন্ত্রী বলেছেন, ‘করোনা ভাইরাস মারাত্মক কোনো রোগ নয়, সাধারণ সর্দি-জ্বরের মতই।’ ২৩ মার্চ মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, ‘ডাক্তারদের পিপিই-এর প্রয়োজন নেই।’ স্বাস্থ্য মন্ত্রীর এ বক্তব্য অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ও অনভিপ্রেত এবং গোটা চিকিৎসা ব্যবস্থার সাথে উপহাসের শামিল। ইতোমধ্যেই খবর প্রকাশিত হয়েছে যে, ৪ জন ডাক্তার ও ২ জন নার্স কোয়ারেন্টিনে আছেন এবং একজন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের এ ধরনের অযাচিত বক্তব্য অহমিকা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ এবং জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়।

জামায়াতের এ নেতা বলেন, বিশ্বের অন্যান্য দেশের সরকার নিজ নিজ দেশে করোনা ভাইরাস থেকে মুক্তিলাভের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সে তুলনায় বলতে গেলে আমাদের দেশের সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। আমরা বলতে চাই, করোনা ভাইরাস যে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, তাঁর সাহায্য ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। মন্ত্রী-এমপিগণ এ ধরনের আচরণ পরিহার করে আল্লাহর কাছে বিনয়ী হোন ও ক্ষমা প্রার্থনা করুন। দেশ ও জাতিকে হেফাযতের জন্য মহান আল্লাহর কাছে ধরণা দিন। করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্তিলাভের জন্য কুরআন-হাদীসের নির্দেশনা মেনে চলুন এবং আলেম-উলামাদের পরামর্শ গ্রহণ করুন।

তিনি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসাসহ সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement