২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ১১,৪০৪

- ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪০৪ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৭৬ হাজার ১২৫ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৯১১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৫৬ জনের মধ্যে ৯১ হাজার ৯৫২ জন (৮৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১১ শতাংশ রোগী মারা গেছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশের নতুন তিনজনসহ মোট ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নারীর বয়স প্রায় ৩০ এবং অন্য পুরুষের বয়সও ৩০। তারা ইতালিফেরত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছেন। করোনায় আক্রান্ত ৭০ বছর বয়সী বৃদ্ধের অবস্থা সংকটাপন্ন, তাকে আইসিইউতে রাখা হয়েছে।

গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ইউএনবি।


আরো সংবাদ



premium cement