২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনার কারণে শ্যুটিং বিশ্বকাপে যাচ্ছে না চীনসহ ৬ দেশ

- ছবি : সংগৃহীত

আগামী মাসে দিল্লিতে অনুষ্টিত হবে শ্যুটিং বিশ্বকাপ। চীনসহ বিশ্বের ৬টি দেশ এ বিশ্বকাপ ইভেন্ট থেকে নভেল করোনা ভাইরাসের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছে। বুধবার ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এনআরএআই) এক বিৃতিতে এ কথা জানানো হয়েছে।

এনআরএআই প্রেসিডেন্ট রানিন্দর সিং জানান, করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। কিছু দেশের আসার কথা থাকলেও তারা আসবে বলে সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে।

তিনি বলেন, চীন দেশটির জনগণকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা উপযুক্ত সিদ্ধান্তই নিয়েছে। তাইওয়ান, হংকং, ম্যাকাও, উত্তর কোরিয়া ও তুর্কেমেনিস্তানও তাদের জাতীয় নীতির কারণে দিল্লি সফর বাতিল করেছে।

এর আগে, এ মাসের শুরুতে দেশটিতে অনুষ্টিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে চীনা কুস্তিগীরদের করোনা ভাইরাসের কারণে ভিসা মঞ্জুর করেনি ভারতীয় সরকার। চীনের উহান শহরে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত ২ হাজার ছয়শ মানুষ মারা গেছেন এবং অন্তত ৮০ হাজার লোক আক্রান্ত হয়েছেন।

এই প্রতিযোগিতায় পাকিস্তানও আসছে না বলে জানিয়েছেন এনআরএআই প্রধান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement