২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বগুড়ার এমপি আব্দুল মান্নান আর নেই

-

বগুড়া-১ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও দলের সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।  

গত বৃহস্পতিবার বিকেলে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে গেলে সেখানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে দ্রুত ঢাকার ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য যে, আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং গত শতকের ৮০ দশকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন।

তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা ) আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বিন্দিতা করে পরাজিত হন। তবে ২০০৮ , ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে টানা তিনবার সংসদ সদর্স  নির্প্রাবাচিত হন।

সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুম আব্দুল মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে, এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পৃথক শোকবাণীনে তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। 


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল