২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গাম্বিয়া কেন মিয়ানমারের বিরুদ্ধে মামলা করলো?

- ছবি : সংগৃহীত

গত নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মিয়ানমারের বিরুদ্ধে মামলা নেপথ্যে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর মারি তামবাদু। তিনি গত বছর বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে এসে শুনে যান মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতার বহু হৃদয়বিদারক কাহিনী। রোহিঙ্গাদের এমন হৃদয়বিদারক ঘটনা শুনে যাওয়ার কিছু দিন পর তিনি গাম্বিয়ার বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন।

আইন বিষয়ে উচ্চতর পড়াশুনা করা আবুবকর তামবাদু এর আগে রুয়ান্ডায় গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে কাজ করেছেন দীর্ঘ দিন।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা কনভেনশন অনুসারে মিয়ানমারের বিরুদ্ধে মামলার সুযোগ রয়েছে। আর সে সুযোগটি গ্রহণ করেছে গাম্বিয়া।

এছাড়া ওআইসির ১৪তম সম্মেলনে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুটিকে তুলে ধরার সিদ্ধান্ত হয়। ওআইসির পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান ছিল গাম্বিয়া। যার ফলে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।


আরো সংবাদ



premium cement