২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাজীদের দেশে ফেরার শেষ ফ্লাইট রোববার

হাজীদের দেশে ফেরার শেষ ফ্লাইট রোববার - ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে হাজিদের দেশে ফেরার শেষ ফ্লাইট রোববার। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী মক্কায় গিয়েছিলেন। হজযাত্রীদের বাইরেও হজ ব্যবস্থাপনায় আরো প্রায় ২৩০ জন হজের অফিসিয়াল কাজে মক্কায় যান।

সৌদি আরবস্থ হজ অফিস সূত্র জানিয়েছে এ বছর (শুক্রবার রাত ১২ টা পর্যন্ত) হজে গিয়ে ইন্তেকাল করেছেন মোট ১১৭ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ হাজি ছিলেন একশ’ জন, আর নারী হাজি ছিলেন ১৭ জন। নিহতদের মধ্যে ১০২ জন মক্কায় ১৩ জন মদিনায় আর দুই জন হাজি মারা গেছেন জেদ্দায়।

ঢাকাস্থ হজ অফিস সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন মোট এক লাখ ৭ হাজার ৪২৯ জন হাজি। এর বাইরে আজ শনিবারের মধ্যে আরো ১৫ টি ফ্লাইট হাজীদের নিয়ে দেশে ফেরার কথা রয়েছে। এই ১৫ টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের রয়েছে ৬ টি ফ্লাইট আর বাকি ৯ ফ্লাইট রয়েছে সৌদি এয়ারলাইন্সের।

উল্লেখ্য, এ বছর হজের প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ৪ জুলাই আর হজে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ৫ আগস্ট। হজ শেষে দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ১৭ আগস্ট এবং শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর রোববার।


আরো সংবাদ



premium cement