২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আগামী ২ বছরের মধ্যে গণপরিবহনে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে : সাঈদ খোকন

ডিএসসিসি মেয়র বললেন দুই বছরের মধ্যে গণপরিবহনে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে - ছবি : নয়া দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আগামী দুই বছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ডিজেল ও অকটেনের ব্যবহার কমিয়ে পরিবেশ সহনীয় ইলেকট্রিক বাস নামানোর চিন্তা করছি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের কাউন্সিল হলে ‘গণপরিবহনের শৃঙ্খলা রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গণপরিবহনের এ পরিবর্তনের কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ইতোমধ্যে গণপরিবহনের শৃঙ্খলা রক্ষায় ধানমন্ডি-নিউমার্কেট, এয়ারপোর্ট-গুলিস্তান এবং উত্তরা চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। চক্রাকার বাস সার্ভিসে কিছুটা সমস্যা দেখা দেয়ায় উত্তরা চক্রাকার বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। এভাবে ধারাবাহিকভাবে একটু একটু পরিবর্তনের মধ্যে দিয়ে দুই বছরে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মেয়র জানান।

তিনি বলেন, একটা ব্যবসা বান্ধব পরিবহন তৈরি করা গেলে নগরীতে টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। এছাড়া বর্তমানে গণপরিবহনের মধ্যে বাসগুলোর পর্দা, গ্লাস, পাখাসহ আনুষঙ্গিক কিছু কাজ করা গেলে মানুষ গণপরিবহন ব্যবহার করবেন।

ডিএসসিসি মেয়র বলেন, গত এক দশকে নগরীর যেভাবে প্রবৃদ্ধি ঘটেছে, সে অনুযায়ী নগরের সেবাদাতা সংস্থাগুলো প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়নি। যার ফলে পরিবহনে সমস্যা দেখা দিলে সামাল দিতে হিমশিম খেতে হয়। মশাবাহিত রোগ দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পুরকৌশল বিভাগ এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

আইইবির পুরকৌশল বিভাগের সভাপতি প্রকৌশলী মো: হাবিবুর রহমানের সভাপত্বিতে বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন, আইইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো: নুরুজ্জামান, সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল, সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান প্রমুখ। গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন, আইইবির পুরকৌশল বিভাগে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।


আরো সংবাদ



premium cement