০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

হামাসের সামরিক প্রধান দেইফ নিহত, দাবি ইসরাইলের

হামাসের সামরিক প্রধান মোহাম্মাদ দেইফ - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক প্রধান মোহাম্মাদ দেইফ গত ১৩ জুলাই নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার (১ আগস্ট) এমন দাবি করে দেশটির সামরিক বাহিনী।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করছে যে গত ১৩ জুলাইয়ের হামলায় হামাস নেতা মোহাম্মাদ দেইফ নিহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে হামলা করেছিল ইসরাইল। এতে ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। হামলার সময় দেইফ সেখানে ছিলেন কিনা, নিশ্চিত হওয়া যায়নি। তবে হামাস জানিয়েছিল যে হামলার সময় দেইফ সেখানে ছিলেন না।

এখন ইসরাইল দাবি করছে, ওই হামলায় তারা দেইফ নিহত হয়েছিলেন। তবে ইসরাইলি বাহিনীর এ দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য জানায়নি হামাস।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement