গাজায় গত ২৪ ঘণ্টায় ৫ সাংবাদিকসহ ২৯ ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুলাই ২০২৪, ১৬:৩১
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তাদের মধ্যে অন্তত পাঁচজন সাংবাদিক রয়েছে।
শনিবার (৬ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত সাংবাদিকরা হলেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির প্রতিনিধি আমজাদ জাহজাহ ও রিজক আবু আশকিয়ান। গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর প্রতিনিধি ওয়াফা আবু দাবান। তারা তিনজন নুসিরাত শরণার্থী শিবিরে নিহত হয়েছেন। এছাড়া ডিপ শট মিডিয়া প্রোডাকশনের প্রতিনিধি সাদি মাদুখ ও আহমাদ সুক্কার গাজা স্ট্রিপে নিহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। তাদের নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা