হামাসের হামলায় হতাহত ইসরাইলি বাহিনী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০২৪, ২২:৩৩, আপডেট: ০৫ জুলাই ২০২৪, ২৩:১৩
হামাসের হামলায় রাফার তাল আস-সুলতান এলাকায় ইসরাইলি বাহিনী হতাহত হয়েছে। শুক্রবার (৫ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা কাসসাম আল ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা তাল আস-সুলতান এলাকায় ইসরাইলি ঘাঁটিতে হামলা চালায়। এতে অনেক সেনা আহত এবং অনেকে নিহত হয়।
এই অভিযানে যোদ্ধারা অনেকগুলো গ্রেনেড, স্নাইপিং অপারেশন এবং মেশিনগান ব্যবহার করে বলেও জানায় আল কাসসাম ব্রিগেড।
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরে তাদের তিন যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ফুয়াদ ইয়াদ আজিজ আহকার (২৫), আহমেদ বাসেম আমৌরি (২০), কুসাই আমজাদ হাজুজ হুওয়াইতি (২৩)।
এক বিবৃতিতে দলটি জানিয়েছে, তাদের যোদ্ধাদের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে হত্যা করা হয়েছে।
এর আগে, ইসরাইলি সেনাবাহিনী বলেছিল যে তারা জেনিনে অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরাইলি সেনাবাহিনী শহর এবং এর শরণার্থী শিবিরে নিয়মিত অভিযান চালায়। প্রায়ই সামরিক যান এবং বুলডোজার ব্যবহার করে অবকাঠামোর ক্ষতি করে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা