ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুলাই ২০২৪, ১৬:৪২
চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজারে দাঁড়িয়েছে। সোমবার (১ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরো ৮৭ হাজার ৬০ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজার হাজার অনাবিষ্কৃত লাশের কারণে মৃতের সংখ্যা সম্ভবত আরো অনেক বেশি হবে।
এদিকে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমতীরে ইসরাইলীদের হাতে ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরো ৫ হাজার ৩০০ জন আহত হয়।
অপরদিকে, এ যুদ্ধে ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা