শিগগিরিই অভিযানে নামছে হাউছিদের নতুন কামিকাজ ড্রোন বোট
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০২৪, ২১:১৯, আপডেট: ৩০ জুন ২০২৪, ২৩:১০
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের সামরিক বহরে যুক্ত হচ্ছে নতুন কামিকাজ ড্রোন বোট। এটি তাদের উড়ন্ত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি কার্যকর।
রোববার এ তথ্য জানিয়ে ইরান সমর্থিত এ গোষ্ঠীটির একজন মুখপাত্র জানান, তারা শিগগিরই একটি নতুন ‘সামরিক নৌযান’ চালু করতে যাচ্ছেন, যার রয়েছে উন্নত প্রযুক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা।
তাদের নিজস্ব মিডিয়া আল-মাশিরাহকে শনিবার এক বিবৃতিতে হাউছিরা এ কথা জানিয়েছে বলে রোববার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।
বড় বাণিজ্যিক জাহাজের এই ধরনের বোটগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই।
হাউছিরা বলছে, তারা শিগগিরিই তাদের নতুন ড্রোন বোটের ছবি প্রকাশ করবে।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা