স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় : হামাস প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ১৬:৪৫
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়েছে দিয়েছে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসরাইল হানিয়া। মঙ্গলবার (২৬ জুন) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেন।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় হামাস প্রধানের বোন ও অন্যান্য আত্মীয় নিহত হয়। এরপর তিনি বলেন, ইসরাইল যদি মনে করে যে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হলে হয়তো হামাসের অবস্থান পরিবর্তন হতে পারে, তাহলে তারা ভ্রান্তিতে রয়েছে। কারণ, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতেই যাবে না হামাস।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এক সাক্ষাত্কারে বলেন, ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। এরপরই হামাস প্রধান ওই মন্তব্য করেন।
নেতানিয়াহু আরো বলেন, আমরা একটি আংশিক চুক্তির জন্য প্রস্তুত ছিলাম। যেন আমাদের কিছু বন্দীকে ফিরিয়ে দেয়া হয়। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করব না।
সূত্র : টাইমস অফ ইসরাইল