নেতানিয়াহুকে সতর্কবার্তা দিলো ইসরাইলি দুর্নীতি দমন কমিশন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ২১:১৭
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে এক সতর্কবার্তা দিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সোমবার (২৪ জুন) সংস্থাটি ওই সতর্কবার্তা ইস্যু করে।
এসব সাবমেরিন এবং নৌযান কেনা হয়েছিল ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে কেনা হয়েছিল। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।
এক লিখিত বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি। ইসরাইলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সঙ্কেত দিয়েছিলেন। এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহারও করেছিলেন তিনি। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। একইসাথে ইসরাইলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন।
সংস্থাটি জানিয়েছে, শিগগিরই এ ঘটনায় জনসম্মুখ্যে প্রকাশের উপযোগী যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।
ইসরায়েলের বর্তমান দুর্নীতি দমন কমিশন ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় ক্ষমতায় ছিলেন না বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা