১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধ : যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী - ছবি : টাইমস অব ইসরাইল

গাজা যুদ্ধের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এ বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনের বৈঠকগুলো চলমান যুদ্ধের ভবিষ্যত নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (২৩ জুন) টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটনে যাচ্ছেন। এ উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের সম্পর্কের গুরুত্ব তুলে ধরার পর তিনি বলেন যে বৈঠকগুলো যুদ্ধের জন্য সিদ্ধান্তমূলক হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিছুক্ষণ আগে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক যুদ্ধের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমি গাজা ও লেবাননের (দক্ষিণ এবং উত্তর ফ্রন্টে) উন্নয়ন নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছি। গাজা, লেবানন এবং অতিরিক্ত এলাকায় প্রয়োজন হতে পারে এমন যেকোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত ‘

গ্যালান্ট বলেন, ‘গাজায় ‘ফেজ-৩’-এ রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মার্কিন কর্মকর্তাদের সাথে এই রূপান্তর নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আমরা এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতাও অর্জন করব।

হিব্রু মিডিয়ার মতে, গ্যালান্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং বিশেষ দূত আমোস হোচস্টেইনের সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement