ইসরাইলের অবশ্যই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত : সাবেক প্রধানমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ১৬:৫৭
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জোর দিয়ে বলেছেন, ইসরাইলের অবশ্যই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। তিনি তার দেশের সরকারের যুদ্ধ কৌশলের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের সংবাদপত্র হাইওমকে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলকে গাজা যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্বের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘এ সরকার বিগত মাসগুলোতে বিশ্বের সমর্থন হারিয়েছে। আগে সবাই আমাদের সমর্থন করতো, কিন্তু গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পর সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলি জনগণেরও আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট।
তিনি বলেন, নেতানিয়াহু দেশের উত্তরাংশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এবং যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।
ওলমার্ট বলেন, ‘আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছা উচিত, যাতে আমাদের যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনা যায়। এবং আন্তর্জাতিক বাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করবে এবং হামাসের ক্ষমতায় ফেরা প্রতিহত করবে।’
গাজার ৬৯ শতাংশ স্কুল আশ্রয়স্থল ধ্বংস করা হয়েছে
ইসরাইলি হামলায় গাজায় যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে তার প্রায় ৬৯ ভাগ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।
সংস্থাটি জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব স্কুলে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেগুলোকে সরাসরি আক্রমণ করে অথবা অন্যভাবে ধ্বংস করা হয়েছে।
গাজায় বাস্তুচ্যুতদের সহায়তাকারী প্রধান এ সংস্থাটি জানিয়েছে, এসব স্কুলে বার বার হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে সেগুলোতে আশ্রয় নেয়া অন্তত ৫০০ মানুষ।
এক এক্স পোস্টে সংস্থাটি বলেছে, মানবিক আইনের এই নির্লজ্জ অবহেলা বন্ধ করতে হবে। এখন যুদ্ধবিরতি জরুরি।’
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা