ইসরাইলি আক্রমণে গাজায় ৪২ জনের প্রাণহানি : হামাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ১০:২৬
ফিলিস্তিনির গাজা সিটির এলাকাগুলোতে ইসরাইলি আক্রমণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত মিডিয়া দফতরের পরিচালক জানিয়েছেন।
ইসমাইল আল-সাওবতা রয়টার্সকে বলেন, গাজা ভূখণ্ডের আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের আল-শাতির বাড়িগুলোর ওপর ইসরাইলের আক্রমণে ২৪ জন নিহত হন। আরেকটি আক্রমণে আল-তুফাহ এলাকায় আরো ১৮ জন প্রাণ হারান।
ইসরাইলি সামরিক বাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ বিমানগুলো গাজা সিটির এলাকায় হামাসের সামরিক অবকাঠামোর ওপর আঘাত হেনেছে।’
তাতে বলা হয়েছে শিগগিরই আরো বিস্তারিত জানানো হবে।
ইসরাইলের এই দাবি সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি যে তারা হামাসের সামরিক অবকাঠামোর ওপর আঘাত হেনেছে। তারা এক বিবৃতিতে বলেছে ওই আক্রমণগুলোর লক্ষ্য ছিল অসামরিক লোকজন এবং একটি বিবৃতিতে সংকল্প গ্রহণ করে যে ‘দখল ও তার নাৎসি নেতাদের আমাদের জনগণের বিরুদ্ধে এই লংঘনের মূল্য দিতে হবে।’
রয়টার্সের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত ঘর-কাড়ি পেরিয়ে বহু ফিলিস্তিনি হতাহতদের সন্ধান করছে। ফুটেজে শাতি শরণার্থী শিবিররের পথে পথে ভাঙা বাড়ি, বিধ্বস্ত দেয়াল ও আবর্জনা দেখা গেছে।
এই যুদ্ধের আট মাসের ও বেশি সময় পর ইসরাইল এখন মনোযোগ দিচ্ছে শেষ দুটি এলাকা যা তারা এখনো দখল করতে পারেনি- গাজার দক্ষিণ প্রান্তে রাফা এবং মধ্যাঞ্চলে দেইর আল বালাহ’র আশপাশের এলাকা।
অধিবাসীরা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি ট্যাংকগুলো রাফা এলাকার পশ্চিম ও উত্তরাঞ্চলে আরো ভেতরে প্রবেশ করেছে। শনিবার ইসরাইলি বাহিনী অনেকগুলো স্থানে আকাশ ও ভূমি থেকে বোমা আত্রমণ চালিয়েছে এবং বহু পরিবার এলাকা ছেড়ে উত্তরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা