ইসরাইলি হামলায় লেবাননের আল-ফজর নেতা নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ০০:২২
ইসরাইলি হামলায় লেবাননের ইসলামি গোষ্ঠী জামা ইসলামিয়ার সশস্ত্র শাখা আল-ফজরের এক শীর্ষ নেতা নিহত হয়েছে। শনিবার (২৩ জুন) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাসের মিত্র ওই নেতাকে ইসরাইলি বাহিনী হত্যা করেছে বলে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
টাইমস অফ ইসরাইলের খবরে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরাইলি সামরিক চৌকি এবং ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ ও তার মিত্ররা। ইসরাইল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সঙ্ঘাত ২০০৬ সালের ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের ওই সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আল-ফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমেহ নিহত হয়েছেন। সিরিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আয়মানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছে।
উল্লেখ্য, লেবাননে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ১৯৮২ সালে জামা ইসলামিয়ার সশস্ত্র শাখা আল-ফজর ফোর্স গঠন করে গোষ্ঠীটি। অতীতে হামাসের সাথে যৌথ অভিযানসহ ইসরাইলের বিরুদ্ধে একাধিক হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। লেবাননে আল-ফজর ফোর্সের প্রায় ৫০০ পুরুষ সদস্য রয়েছে বলে ধারণা করা হয়।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা