১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লোহিত সাগরে ফের মার্কিন রণতরীতে হাউছিদের হামলা

- ছবি : আল জাজিরার ভিডিও থেকে নেয়া

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছিরা দাবি করেছে, দলটি লোহিত সাগরে ফের মার্কিন রণতরীতে হামলা করেছে। শনিবার (২৩ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি গোষ্ঠীটি বলেছে যে তারা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং আরব সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর নামের আরেকটি জাহাজে হামলা করেছে। গোষ্ঠীটি কখন হামলা চালিয়েছে তা জানায়নি।

সূত্রটি আরো জানিয়েছে, হাউছিরা এক বিবৃতিতে বলেছে, ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল। এছাড়া আইজেনহাওয়ারের বিরুদ্ধেও তারা সফলভাবে লক্ষ্য অর্জন করতে পেরেছে।

হাউছিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য ইয়েমেনের নিকটবর্তী জলসীমায় ইসরাইল-সংযুক্ত জাহাজ এবং তাদের রক্ষার জন্য গঠিত আন্তর্জাতিক জোটের সামরিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা মার্কিন, বৃটিশ ও ইসরাইলের অন্যান্য মিত্রদের জাহাজে বিভিন্ন সময় হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ এন্ড্রু মিলার পদত্যাগ করেছেন। তিনি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিতর্কিত গাজা নীতির প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন।

আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এতে শুরু থেকেই নিরঙ্কুশ সহায়তা ও সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন।

দেশটির এই বিতর্কিত নীতির কারণে গত কয়েক মাসে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন ইসরাইল-ফিলিস্তিনবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু মিলার।

মিলারের পদত্যাগের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ওয়াশিংটন পোস্ট। মার্কিন এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তিনি সহকর্মীদের বলেছিলেন, হামাস-ইসরাইল যুদ্ধ ভয়ানক হয়ে উঠেছে। পরিবারের সাথে আরো বেশি সময় কাটাতে চান তিনি।

মিলারের পদত্যাগের ব্যাপারে ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার রিপোর্টার কিম্বার্লি হ্যালকেট বলেছেন, গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতি প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনের অব্যাহত সমর্থনের কারণে তার মধ্যে যে ক্রমশ হতাশা বাড়ছিল এই পদত্যাগ তারই প্রমাণ।

গাজা হত্যাকাণ্ডের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলি সেটেলার তথা ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে বাইডেন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। ওই নির্বাহী আদেশ জারির ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মিলার।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement