১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুদ্ধ পরবর্তী গাজায় আরব নিরাপত্তা বাহিনী গঠনে সম্মত হয়েছে মিসর

- ছবি : জেরুসালেম পোস্ট

যুদ্ধ পরবর্তী গাজায় আরব নিরাপত্তা বাহিনী গঠনে সম্মত হয়েছে মিসর। কাতারভিত্তিক গণমাধ্যম আল আরাবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে বাহরাইনে অনুষ্ঠিত সর্বশেষ আরব শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে আলোচনা চলাকালে মিসর গাজা উপত্যকায় একটি আরব নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে সম্মত হয়েছে।

একটি মিসরীয় সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, কায়রো একটি আরব নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে। যারা গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকায় একটি বর্ধিত সময়ের জন্য অবস্থান গ্রহণ করবে। আর তা এই শর্তে যে ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে।

মিসরীয় সূত্রটি আরো জানিয়েছে, এই নিরাপত্তা বাহিনী সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছা গেলে তারা রাফা ক্রসিংয়ের গাজান পাশে এবং গাজা খামের সাথে স্ট্রিপটিকে সংযুক্তকারী অন্যান্য ক্রসিংয়ের গাজান পাশে অবস্থান গ্রহণ করবে।

সূত্রটি জানিয়েছে, ওই বাহিনী গাজার আবাসিক এলাকায় কাজ করবে না। আর তারা ফিলিস্তিনি প্রশাসন এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা পর্যন্ত ভূমিকা পালন করবে।

এই মাসের শুরুর দিকে ইসরাইলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি গাজায় ইসরাইলের পদক্ষেপের আরব সমালোচনা সত্ত্বেও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব এবং মিসরের জেনারেলদের সাথে দেখা করেছিলেন।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement