ইসরাইল সরলেই দ্রুত ফিরে আসবে হামাস!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ১৮:৫২
ইসরাইল সরলেই দ্রুত ফিরে আসবে হামাস বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান মীর বেন-শাবাত।
তিনি সতর্ক করে বলেন, খুব দ্রুত যুদ্ধ শেষ করা ঠিক হবে না। কারণ, ইসরাইল সরে গেলেই ফিরে আসবে হামাস। একইসাথে আঞ্চলিক শত্রুরাও বিষয়টিকে ইসরাইলের দুর্বলতা হিসেবে নেবে। স্থানীয় গণমাধ্যম আরুৎজ শেভাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যদিও চলমান যুদ্ধে হামাস একটি মারাত্মক চোট পেয়েছে। কিন্তু এটি স্থায়ী হবে না।
বেন শাবাত বলেন, ‘হামাস এখনো গাজার প্রধানতম শক্তি। তার অধীনে রয়েছে হাজার হাজার শক্তিশালী যোদ্ধা। তাদের রয়েছে সামরিক সদর দফতর। রয়েছে কেন্দ্রিয় কমান্ড। তারাই হামাসের নীতি ও কাজের মাঝে সমন্বয় করে। সবাইকে সমন্বিতভাবে পরিচালনা করে। তাদের অনেকগুলো (সম্ভবত শত শত) কিলোমিটার সুড়ঙ্গ, অস্ত্র এবং লঞ্চ ক্ষমতা। এখনো সর্বত্র রয়েছে হামাসের সক্ষমতা। তবে কিভাবে যুদ্ধের ইতি টানা যায়?
এদিকে, মানসিকভাবে ভেঙে পড়ছে ইসরাইলি বাহিনী। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮ হাজার ৬৬৩ সেনা মানসিক ও শারীরিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১৮ জুন) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা