এ বছর তীব্র গরমে ৫৫০ হজযাত্রীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ১১:৪১
গণমাধ্যমে প্রতিবেদন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর সৌদি আরবের মক্কায় তীব্র গরমে শত শত হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ফরাসি বার্তাসংস্থা অ্যাজেন্স ফ্রান্স-প্রেসকে (এএফপি) কূটনীতিকরা জানিয়েছেন, হজে কমপক্ষে ৫৫০ জনের মত্যু হয়েছে।
দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এদের মধ্যে ৩২৩ মিসরীয়, যাদের বেশিভাগ তাপপ্রবাহজনিত কারণে মারা গেছেন।
সৌদি রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদের ছায়ায় তাপমাত্রা ৫১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।
জার্নাল অফ ট্রাভেল অ্যান্ড মেডিসিনের ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা ক্রমবর্ধমান তাপ মোকাবেলার কৌশলগুলোকে ছাড়িয়ে যেতে পারে।
জিওফিজিক্যাল রিসার্চ লেটারের ২০১৯ সালের একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক সৌদি আরবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীরা ‘ভয়াবহ বিপদের’ সম্মুখীন হবেন।
মঙ্গলবার তিউনিসিয়ার বার্তাসংস্থা তিউনিস আফ্রিক প্রেস মঙ্গলবার জানিয়েছে, হজের সময় ৩৫ জন তিউনিসিয়ার নাগরিক মারা গেছেন।
পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, তাদের অনেকের মৃত্যু প্রচণ্ড গরমের কারণে হয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার জর্ডানের হজযাত্রীদের ৪১ জনের দাফনের অনুমতি দিয়েছে।
এর আগে, মন্ত্রণালয় বলেছিল যে হজ চলাকালীন কমপক্ষে ছয় জর্ডানের নাগরিক হিটস্ট্রোকে মারা গেছেন।
হজযাত্রীদের মধ্যে ১১ জন ইরানি মারা গেছেন এবং ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইএনএন মঙ্গলবার এ কথা জানিয়েছে।
তবে তারা মৃত্যুর কারণ জানায়নি।
অ্যাজেন্স ডি প্রেস সেনেগালাইজ সোমবার জানিয়েছে, হজের সময় সেনেগালের তিন নাগরিকও মারা গেছেন।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, হজযাত্রার সময় ১৪৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক মারা গেছেন। তবে কোনো মৃত্যু হিটস্ট্রোকের কারণে হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা