হামাসের প্রস্তাব তো বাইডেনের পরিকল্পনার মতোই : হানিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৬:০৪
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা পেশ করেছিলেন, হামাস সেটার আলোকেই সাড়া দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাতারভিত্তিক নেতা ইসমাইল হানিয়া এক টেলিভিশন বক্তৃতায় এই মন্তব্য করেছেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি এই বক্তব্য রাখেন।
হানিয়া বলেন, 'হামাস ব্যাপকভিত্তিক চুক্তির জন্য প্রস্তুত। আর এই চুক্তিতে যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার, যাকিছু ধ্বংস করা হয়েছে, সেগুলো পুনর্গঠন, ব্যাপকভিত্তিক বন্দী বিনিময় থাকবে।
বাইডেন গত ৩১ মে তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেন। এতে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। সেইসাথে ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের কথাও রয়েছে।
হামাস এবং ইসরাইলের সাথে মধ্যস্ততায় নিয়োজিত কাতার ও মিসর জানিয়েছে, তারা ১১ জুন হামাসের কাছ থেকে ওই পরিকল্পনার ব্যাপারে সাড়া পেয়েছে। হামাস জানিয়েছে, যেকোনো চুক্তির মধ্যে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি থাকতে হবে। এছাড়া গাজা উপত্যকা থেকে ইসরাইলি সামরিক বাহিনী পূর্ণ প্রত্যাহার করতে হবে।
কিন্তু ইসরাইল তা মানতে রাজি নয়। তারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও যেকোনো সময় হামলা চালানোর সুযোগ দাবি করেছে। তাছাড়া ইসরাইলি কারাগারে আটক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ফিলিস্তিনিদের মুক্তি দিতেও অনীহা প্রকাশ করে আসছে।
সূত্র : জেরুসালেম পোস্ট এবং অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা