১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা! ৫ আরব জেনারেলের সাথে ইসরাইলি সেনাপ্রধানের বৈঠক

 ৫ আরব জেনারেলের সাথে ইসরাইলি সেনাপ্রধানের বৈঠক - ছবি : সংগৃহীত

ইসরাইলের সেনাবাহিনীর প্রধান বাহরাইনে পাঁচ আরব সেনা কমান্ডারদের সাথে দেখা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরসহ বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ জেনারেলরা এই সপ্তাহের শুরুতে বাহরাইনের মানামায় ইসরাইলি সেনাপ্রধানের সাথে দেখা করেছেন।

এতে আরো বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য তারা একত্রিত হন। তবে এটিকে অনেকে ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা মনে করেন।

জানা গেছে, বৈঠকটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দ্বারা সমন্বিত হয়েছিল এবং গাজায় ইসরাইলের চলমান সামরিক আক্রমণের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এ হামলায় এখন পর্য়ন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

আরো জানা গেছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ঘিরে ওই অঞ্চলের রাজনৈতিক আবহাওয়া সংবেদনশীল হওয়ার কারণে এ ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

সমাবেশে উপস্থিত ছিলেন- ইসরাইলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান জেনারেল হার্জি হালেভি এবং মার্কিন জেনারেল মিশেল ‘এরিক’ কুরিল্লা।

বৈঠকটি এটিই প্রমাণ করে যে- কঠোর সমালোচনা সত্ত্বেও ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে সামরিক সংলাপ ও সহযোগিতা সেন্টকমের অধীনে অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি জনগণের এই তীব্র দুর্ভোগের সময়ে ইসরাইলের সাথে যুক্ত হওয়ার আরব দেশগুলোর এই সিদ্ধান্ত সমগ্র আরব বিশ্ব তীব্র সমালোচনা করেছে।

অনেকে এই বৈঠকটিকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমর্থন এবং ফিলিস্তিনিদের দুর্দশার ওপর আঞ্চলিক নিরাপত্তার স্বার্থকে অগ্রাধিকার হিসেবে দেখছেন।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement

সকল