আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করুন : নেতানিয়াহুকে বিরোধী দলীয় নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৪, ১৮:১০
আজই যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। সোমবার (৩ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ার ল্যাপিড সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরাইল সরকারকে আহ্বান জানিয়েছেন। পরিকল্পনার বিস্তারিত বিবরণ জানার জন্য আজই একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর জন্যও তিনি প্রস্তাব করেন।
এক এক্স পোস্টে ল্যাপিড বলেন, সরকারের ডানপন্থী জোট মিত্ররা হুমকি দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হলে তারা সরকারের পতন ঘটাবে। কিন্তু আমি সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তিনি েএই চুক্তিতে সম্মত হন, তবে আমি তার জন্য একটি রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করব।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা